বেদুইন গ্রাম উচ্ছেদ করছে ইসরায়েল, দ্বিখণ্ডিত হবে পশ্চিম তীর

বেদুইন গ্রাম উচ্ছেদ করছে ইসরায়েল, দ্বিখণ্ডিত হবে পশ্চিম তীর

অধিকৃত পশ্চিম তীরের বেদুইনদের একটি গ্রামের নাম খান আল আহমার। গ্রামটিকে উচ্ছেদ করে সেখানে ইহুদিদের জন্য বসতি গড়তে চায় ইসরায়েল। সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দখলদার রাষ্ট্রটি। গ্রামের বাড়ি বাড়ি ঢুকে আটক করা হচ্ছে অধিবাসীদের। এতে পশ্চিম তীর দুই ভাগে ভাগ হয়ে পড়বে। বেদুইনদের গ্রামটিতে ৪০ পরিবারে অন্তত ১৮০ জন লোক বাস করে আসছে। এখন তাদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয়ার প্রস্তুতি চলছে। গ্রামটিকে ঘিরে ফেলে চারদিক থেকে বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে গ্রামে ঢোকার সব রাস্তা। সম্প্রতি ইসরায়েলের সুপ্রিমকোর্ট সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেয়ার পর শুক্রবার থেকে গ্রাম অবরোধ করে রাখা হয়েছে। গ্রামটি নিশ্চিহ্ন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। গ্রামটি নিশ্চিহ্ন করা হলে পশ্চিম তীর দুই ভাগে ভাগ করা সম্ভব হবে ইসরায়েলের পক্ষে। এর আগে ইসরায়েল ধীরে ধীরে গাজা ও পশ্চিম তীরকে বিচ্ছিন্ন করেছে। এখন নতুন পদক্ষেপে ফিলিস্তিন আরো বিচ্ছিন্ন ও ছোট হয়ে যাবে।
ভয়াবহ আগুনে পুড়ে ছাই কলকাতার বাগরি মার্কেট! পূর্ববর্তী

ভয়াবহ আগুনে পুড়ে ছাই কলকাতার বাগরি মার্কেট!

টাইফুন ম্যানখুট: ফিলিপাইনে নিহত ১৪ পরবর্তী

টাইফুন ম্যানখুট: ফিলিপাইনে নিহত ১৪

কমেন্ট