বেনাপোল সীমান্তে অবৈধভাবে ফেরার সময় আটক ৪১

বেনাপোল সীমান্তে অবৈধভাবে ফেরার সময় আটক ৪১

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা। মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে একদল নারী-শিশু এপারে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। বিষয়টি নিশ্চিত করে বিজিবি-২১ এর পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আটকদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়।
নোয়াখালীর বেগমগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা পূর্ববর্তী

নোয়াখালীর বেগমগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা

বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন পরবর্তী

বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন

কমেন্ট