বেরসিক বৃষ্টি মাঠে গড়াতে দেয়নি একটি বলও

বেরসিক বৃষ্টি মাঠে গড়াতে দেয়নি একটি বলও

লাহোরে প্রথম ও দ্বিতীয় টি-২০’তে বাংলাদেশের বিপক্ষে জয় লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। সোমবার (২৭ জানুয়ারি) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তামিম-মাহমুদুল্লাহদের। অন্যদিকে শেষ ম্যাচে টাইগারদের হারিয়ে হোয়াইটওয়াশের লক্ষ্য ছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি, মাঠে গড়াতে দেয়নি একটি বলও। পরে বিকেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। এতে পাকিস্তানের হাত থেকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেল টিম বাংলাদেশ! লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ বাংলাদেশ সময় বেলা তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস-ই করা যায়নি। ম্যাচ শুরু হওয়ার সম্ভাব্য শেষ সময় স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা ধরা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ৫টার মধ্যে খেলা শুরু করা না গেলে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হবে এমনটা বলা হয়েছিল। পরে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না দেখা দেয়ায় নির্ধারিত সময়ের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর এতে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল। যদিও এ ম্যাচে টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো একাদশের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৩ পরিবর্তন আনার কথা ছিল একাদশে। অভিষেকের সম্ভাবনা ছিল পেসার হাসান মাহমুদের। কিন্তু বৃষ্টি সব পরিকল্পনা ভাসিয়ে দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে র‍্যাংকিংয়ে পরিবর্তন হয়নি তামিম-মোস্তাফিজ-লিটনদের। আর ঘরের মাঠে সিরিজ জয় লাভ করে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান আর সুদৃঢ় করলো মিসবাহ-উল-হকের শিষ্যদের।
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরলেন টাইগাররা পূর্ববর্তী

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরলেন টাইগাররা

হেলিকপ্টার বিধ্বস্তে মেয়েসহ মার্কিন কিংবদন্তি বাস্কেটবল তারকা নিহত পরবর্তী

হেলিকপ্টার বিধ্বস্তে মেয়েসহ মার্কিন কিংবদন্তি বাস্কেটবল তারকা নিহত

কমেন্ট