বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বয়স ৬০ বছর হলেই অবসরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মেয়াদ শেষে আর পুনঃনিয়োগ কিংবা চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া যাবে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৩) ফারহানা আক্তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি করা হয়। জারি করা জনবল কাঠামো-২০১৮ এর ১১ দশমিক ৬ ধারা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ ৬০ বছর বয়স পর্যন্ত প্রদান করা হবে। এ সময় পূর্ণ হওয়ার পর কোনো প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান অথবা শিক্ষক-কর্মচারীকে কোনো অবস্থাতেই পুনঃনিয়োগ কিংবা চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া যাবে না।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘কয়েকটি প্রতিষ্ঠানে এ বিধান অমান্য করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারের এ নির্দেশনা প্রতিপালন করা না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ পরিচালনা কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
সব ধর্মের লোকজনকে ধর্ম-কর্ম পালনের সমান সুযোগ: প্রধানমন্ত্রী পূর্ববর্তী

সব ধর্মের লোকজনকে ধর্ম-কর্ম পালনের সমান সুযোগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কমেন্ট