'বেস্ট পার্টনার' মুশফিক

'বেস্ট পার্টনার' মুশফিক

এশিয়া কাপে ব্যর্থতার মতো বেশ কিছু নজির থাকা সত্ত্বেও তাকে তো এমনি এমনিই 'মি. ডিপেন্ডেবল' বলা হয় না। মহাবিপদে যেমন ব্যাট হাতে দলকে ভরসা দেন, তেমনি সতীর্থকেও চাঙ্গা রাখতে জুড়ি নেই মুশফিকুর রহিমের। বাংলাদেশের সেরা পাঁচ জুটির চারটিতেই একটি নাম কমন- মুশফিকুর রহিম। তার মানে, পার্টনার হিসেবে মুশফিক হলেন অতুলনীয়। মুশফিকের টেস্ট অভিষেকের পর বাংলাদেশ ১০০ পেরোনো জুটি গড়েছে ৫২ বার। এর ১৮টিতেই আছে মুশফিকের নাম। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনই জোড়া সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মমিনুল হক ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ২৬৬ রানের জুটিও গড়েন তারা। বাংলাদেশের পক্ষে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রান। মমিনুল ১৬১ রানে ফিরলেও দিন শেষে ১১১ রানে অপরাজিত মুশফিক। তবে নিজের ইনিংসের পেছনে মুশফিকের সহায়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মমিনুল বলেন. 'আমার ক্ষেত্রে মুশফিক ভাই খুব সাহায্য করেছে। তিনি আমারে ভালো গাইড করেছেন। আমি মাঠে অনুভব করেছি কেন সে বাংলাদেশের সেরা পাঁচ ক্রিকেটারের একজন। মাঠে খেলার সময় এই জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছে। তার কিছু-কিছু উপদেশ, গাইডেন্স এত ভালো ছিল যা আমাকে ব্যাটিংয়ের সময় অনেক সাহায্য করেছে। তার সাহায্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার ইনিংসে।' চতুর্থ উইকেটে মুশফিকের সাথে রেকর্ড জুটি গড়েছেন মমিনুল। আর ২ রান যোগ করতে পারলে ভেঙে দিতে পারতেন ৫ বছর আগে মুশফিক-আশরাফুলের গড়া ২৬৭ রানের জুটির রেকর্ড। তবে এসব রেকর্ড নিয়ে খুব বেশি ভাবেন না মমিনুল, 'রেকর্ড নিয়ে আমি চিন্তা করি না। আমি আর মুশি ভাই যখন ব্যাট করছিলাম তখন সেশন বাই সেশন ব্যাট করার পরিকল্পনা ছিল। ওই সময় বোলাররা খুব ভালো বল করছিল। কন্ডিশন আর উইকেট ছিল অনেক চ্যালেঞ্জিং। আমরা সেশন বাই সেশন খেলার চেষ্টা করেছিলাম। সেশন বাই সেশন খেললে আপনার একশ হবে, তারপর দেড়শ হবে, দিন শেষে রেকর্ডও হবে।'
জুভেন্টাসের জয়ে রোনালদোর অষ্টম গোল পূর্ববর্তী

জুভেন্টাসের জয়ে রোনালদোর অষ্টম গোল

মেসির জোড়া গোলেও হারল বার্সা পরবর্তী

মেসির জোড়া গোলেও হারল বার্সা

কমেন্ট