ব্যাডমিন্টন খেলার মাঠে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ব্যাডমিন্টন খেলার মাঠে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

গাজীপুরে ব্যাডমিন্টন খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম জাহিদ হাসান শ্রাবণ (১৫)। গতকাল রোববার রাতে সিটি করপোরেশনের গাছা থানার চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। নিহত শ্রাবণ স্থানীয় গাছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, চান্দরা এলাকার একটি মাঠে (চান্দরা কেন্দ্রীয় মসজিদসংলগ্ন) গতকাল রাত সাড়ে ৭টার দিকে ব্যাডমিন্টন খেলতে যায় শ্রাবণ। খেলার মাঠে লাইট লাগাতে দেরি হওয়ায় তপু নামের এক যুবক কানার ঘরের কানা বলে শ্রাবণকে গালি দেয়। তখন শ্রাবণও পাল্টা গালি দেয়। এ নিয়ে দুপক্ষের মাঝে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় ইমরান, মাসুদ রানাসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়। এদিকে খবর পেয়ে নাহিদ (১৫) ও সরু মিয়াসহ (৬৫) তপু পক্ষের কয়েকজন লোক এসে শ্রাবণ ও তার বন্ধুদের মারধর শুরু করে। একপর্যায়ে আত্মরক্ষার্থে শ্রাবণ দৌড়ে বাড়ির দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে। তখন তার বুকের বাঁ পাশে নাহিদ ছুরিকাঘাত করে। এরপরই মাটিতে লুটিয়ে পড়ে শ্রাবণ। স্থানীয়রা শ্রাবণ, ইমরান ও মাসুদ রানাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শ্রাবণের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সরু মোল্লাকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সহকর্মী মারধর করায় মালিবাগে তরুণের আত্মহত্যা! পূর্ববর্তী

সহকর্মী মারধর করায় মালিবাগে তরুণের আত্মহত্যা!

যৌনপল্লীতে বন্দি, ৯৯৯ নম্বরে ফোন দিয়ে মুক্ত ৪ কিশোরী পরবর্তী

যৌনপল্লীতে বন্দি, ৯৯৯ নম্বরে ফোন দিয়ে মুক্ত ৪ কিশোরী

কমেন্ট