ব্রাহ্মণবাড়িয়ার ৩ স্থগিত কেন্দ্রের ভোট চলছে

ব্রাহ্মণবাড়িয়ার ৩ স্থগিত কেন্দ্রের ভোট চলছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে আজ বুধবার সকাল থেকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭২ জন। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৮৪০ জন, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ১৫ জন ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৭১৭ জন। এই তিন কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। সেদিন কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের চেয়ে ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে পড়েছে ৮২ হাজার ৭২৩ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো আওয়ামী লীগ নেতার কলার ছড়ি প্রতীকে ৭২ হাজার ৫৬৪ ভোট পড়েছে। এ ছাড়া গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী টি আই ফজলে রাব্বীর মৃত্যুর কারণে আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।
সাভারে আজও গার্মেন্ট শ্রমিকদের নামার চেষ্টা, ৪ কারখানা বন্ধ পূর্ববর্তী

সাভারে আজও গার্মেন্ট শ্রমিকদের নামার চেষ্টা, ৪ কারখানা বন্ধ

আজও সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরবর্তী

আজও সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কমেন্ট