বড় পতন হয়েছে বিভিন্ন দেশের পুঁজিবাজারে

বড় পতন হয়েছে বিভিন্ন দেশের পুঁজিবাজারে

বড় পতন হয়েছে বিভিন্ন দেশের পুঁজিবাজারের সূচকে। দিনের ব্যবধানে চীনের সাংহাই কম্পোজিট সূচক কমেছে প্রায় দেড় শতাংশ। জাপানের নিক্কি 225 সূচক, হংকংয়ের হ্যাং সেং সূচক, সিউলের সিওএসপিআই সূচক, সিডনির এসঅ্যান্ডপি এএসএক্স 200 সূচক কমেছে প্রায় ১ শতাংশ হারে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সূচকও ছিলো নিম্নমুখী। অধিকাংশ শেয়ারের দর কমেছে স্টক এক্সচেঞ্জগুলোতে। বাজার বিশ্লেষকরা জানান, চীনা পণ্যে নতুন শুল্কারোপে ডোনাল্ড ট্রাম্পের হুমকির নেতিবাচক প্রভাব পড়েছে অধিকাংশ দেশের পুঁজিবাজারে।
ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র, নির্বিচার গুলিতে নিহত ২০ পূর্ববর্তী

ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র, নির্বিচার গুলিতে নিহত ২০

ইয়েমেনে আল কায়েদার হামলায় অন্তত ১৯ সেনা সদস্য নিহত পরবর্তী

ইয়েমেনে আল কায়েদার হামলায় অন্তত ১৯ সেনা সদস্য নিহত

কমেন্ট