বড় বাঁচা বেঁচে গেলেন গাভাস্কার-মাঞ্জেরেকার!

বড় বাঁচা বেঁচে গেলেন গাভাস্কার-মাঞ্জেরেকার!

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাবেক দুই ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জেরেকার। ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে নবনির্মিত আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্সের কাচ ভেঙে পড়ে। তাঁরা অল্পের জন্য রক্ষা পান। গাভাস্কার ও মাঞ্জেরেকার বক্সে ঢোকার সময়ই ভেঙে পড়ে কাচের দরজা। এ ব্যাপারে মাঞ্জেরেকার বলেন, ‘কপাল ভালো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কোনো আঘাত লাগেনি। তবে কাচের টুকরো গায়ে পড়লে বড় চোট পেতে পারতাম।’ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইর খবরে জানা গেছে, এই স্টেডিয়ামের বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থায় প্রায়ই ত্রুটি দেখা দেয়। তাই বক্সে সাংবাদিকদের কাজ করতে খুবই অসুবিধায় পড়তে হয়। অবশ্য স্টেডিয়ামটি ব্যক্তিগত মালিকানাধীন। প্রদেশটির ক্রিকেট সংস্থার কর্তাদের কিছুই করণীয় থাকে না।
আইপিএলের মাঝপথে থাকবেন না ইংলিশ-অসি ক্রিকেটাররা পূর্ববর্তী

আইপিএলের মাঝপথে থাকবেন না ইংলিশ-অসি ক্রিকেটাররা

পাকিস্তানের কাছে বাংলাদেশের মেয়েদের হার পরবর্তী

পাকিস্তানের কাছে বাংলাদেশের মেয়েদের হার

কমেন্ট