বড় সংগ্রহের দিকে এগাচ্ছে অস্ট্রেলিয়া

বড় সংগ্রহের দিকে এগাচ্ছে অস্ট্রেলিয়া

টস জিতে বোলিং নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক মরগান। কিন্তু কাজের কাজ কিছু হলো বলে মনে হয়নি। প্রথম ২২ ওভারে কোনো উইকেটই পড়ল না। ওকস-আর্চার-উড প্রথম পর্যায়ে ছিলেন ব্যর্থ। ফিঞ্চ ও ওয়ার্নার স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন। ২৩তম ওভারে ওয়ার্নারকে আউট করেন মইন আলী। ৬১ বলে ৫৩ রানে আউট হন তিনি। তখন ফিঞ্চ আরেকটি শতকের দিকে এগোচ্ছেন। ৩৩তম ওভারে খাজাকে বোল্ড করেন স্টোকস। ২৯ বলে ২৩ করে আউট হন তিনি। ৩৩ ওভারে অস্ট্রেলিয়া করেছে দুই উইকেটে ১৭৫ রান। সাবধানে শুরু করেন ওয়ার্নার ও ফিঞ্চ। তবে রানরেট ঠিক রেখে দুই ব্যাটসম্যানই এগিয়ে যেতে থাকেন। ওকস সাত ওভারে দেন ২৯ রান। তবে আর্চার নিজের প্রথম পাঁচ ওভারে দিয়েছেন ২৩, উড তিন ওভারে দিয়েছেন ২৪ রান। স্পিনার মইন আলীর ওপর চড়াও হন ফিঞ্চ-ওয়ার্নার। তবে উদ্বোধনী জুটিটা ভাঙেন তিনিই। নিজের প্রথম পাঁচ ওভারে ৩৫ রান দেন তিনি। আপাতত শীর্ষ চারে আছে দুই দল। তবে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। লর্ডসে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক মরগান। ফিঞ্চ ও ওয়ার্নারে শুরুটা সতর্কভাবেই করেছে অস্ট্রেলিয়া। প্রথম পাঁচ ওভারে ২৩ রান করেছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ ১৮ বলে ১৫ রান করেন, ডেভিড ওয়ার্নার করেছেন ৬ রান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করলেও এশিয়ার দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে যায় ইংল্যান্ড। শীর্ষে চারে থাকলেও ইংল্যান্ডের অবস্থান চার নম্বরে। ছয় ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতে ইংল্যান্ডের পয়েন্ট ৮। অন্যদিকে, ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে আজ জয় পেলে সেমিফাইনাল খেলা নিশ্চিতই করে ফেলবেন ফিঞ্চ-ওয়ার্নাররা। অস্ট্রেলিয়া একাদশ : ফিঞ্চ, ওয়ার্নার, খাজা, স্মিথ, ম্যাক্সওয়েল, স্টয়নিস, ক্যারি, কামিন্স, লায়ন, স্টার্ক ও বেহেরনডর্ফ। ইংল্যান্ড একাদশ : বেয়ারস্টো, ভিন্স, রুট, মরগান, স্টোকস, বাটলার, মইন আলি, ওকস, আদিল রশিদ, আর্চার ও উড।
নতুন বলে উইকেট নেওয়ার তাগিদ পাকিস্তান কোচের পূর্ববর্তী

নতুন বলে উইকেট নেওয়ার তাগিদ পাকিস্তান কোচের

ম্যাচের সময়ই হতাশ ছিলেন রশিদ খান! পরবর্তী

ম্যাচের সময়ই হতাশ ছিলেন রশিদ খান!

কমেন্ট