ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত: আফ্রিদি

ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত: আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, আমি সব সময় ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করতাম। ভারত আর অস্ট্রেলিয়া দুটি দলকেই ওদের কন্ডিশনে হারানো কঠিন। সাবেক এ তারকা অলরাউন্ডার আরও বলেছেন, ভারতকে আমরা এতবার, এতভাবে হারিয়েছি যে, শেষের দিকে ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত। ভারত ও অস্ট্রেলিয়া বিপক্ষে চাপ নিয়ে খেলতে হত। কিন্তু ওই চাপ নিতে আমাদের ভালো লাগত। এই দুটো দলকে হারানোর মজাই আলাদা ছিল। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে গিয়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হন আফ্রিদি। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন। ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে টেস্টে ১৪১ রানের ইনিংস খেলা প্রসঙ্গে সম্প্রতি এক ইউটিউব শোতে আফ্রিদি বলেছেন, ওই ইনিংসটাই আমার ক্যারিয়ারের স্মরণীয়। আমার তো ভারতে ওই ম্যাচ খেলতে যাওয়ারই কথা ছিল না। ওয়াসিম আকরাম ভাই নির্বাচকদের সঙ্গে লড়াই করে আমাকে দলে নিয়েছিলেন। প্রথমে তো আমাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। তবে এটা ভেবে ভালো লাগে যে আমি ওয়াসিম ভাইয়ের মুখরক্ষা করতে পেরেছিলাম।
ভিয়ারিয়ালকে উড়িয়ে ব্যবধান কমাল বার্সেলোনা পূর্ববর্তী

ভিয়ারিয়ালকে উড়িয়ে ব্যবধান কমাল বার্সেলোনা

উলভারহ্যাম্পটনের মাঠে আর্সেনালের জয় পরবর্তী

উলভারহ্যাম্পটনের মাঠে আর্সেনালের জয়

কমেন্ট