ভারতের বিভিন্ন স্থাপনার থ্রিডি ইমেজ বানাচ্ছে গুগল

ভারতের বিভিন্ন স্থাপনার থ্রিডি ইমেজ বানাচ্ছে গুগল

ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে ত্রিমাত্রিক দৃশ্য হিসেবে তৈরি করছে গুগল। সেগুলো পরবর্তীতে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ওয়েবসাইটের মাধ্যমে উপস্থাপন করা হবে। এতে পর্যটন স্থানগুলোতে না যেয়েও দর্শনার্থীরা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সে স্থান ভ্রমণের আংশিক স্বাদ পাবেন। ফলে সেসব স্থান ভ্রমণের আগ্রহ আরো বাড়বে বলে আশা করছে দেশটির সরকার। সম্প্রতি ভারতের পর্যটন মন্ত্রণালয় গুগলের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে। এতে ভার্চুয়াল রিয়ালিটি ও ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে দেশটির বিভিন্ন পর্যটন স্থাপনা উপস্থাপন করা হবে। নতুন পদক্ষেপে ভারতের পর্যটন স্থানগুলোর জনপ্রিয়তা বাড়বে এবং পর্যটকরা দেশটিতে আসার আগেই বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করে ভ্রমণের স্থান সম্পর্কে আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে। এ বিষয়ে ভারতের পর্যটনমন্ত্রী কেজে আলপনস বলেন, ‘আমরা পর্যটকদের ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা দিতে চাই। আর গুগলের সেই প্রযুক্তি ও পণ্য রয়েছে।’ এই পদক্ষেপে পর্যটক আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন ভারতের পর্যটনমন্ত্রী।
সন্ধান মিলল বিপুল পরিমাণ হীরার পূর্ববর্তী

সন্ধান মিলল বিপুল পরিমাণ হীরার

‘ওষুধ’ সেবনের পর বাচ্চাকে বুকের দুধ খাওয়ালেন মা, শিশুটির মৃত্যু পরবর্তী

‘ওষুধ’ সেবনের পর বাচ্চাকে বুকের দুধ খাওয়ালেন মা, শিশুটির মৃত্যু

কমেন্ট