ভারত থেকে বিষমিশ্রিত খাম পেল গ্রিসের ১২ বিশ্ববিদ্যালয়!

ভারত থেকে বিষমিশ্রিত খাম পেল গ্রিসের ১২ বিশ্ববিদ্যালয়!

ভারত থেকে গ্রিসের ১২টি বিশ্ববিদ্যালয়ে ‘বিষ’ মিশ্রিত খামে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রিসের ওই বিশ্ববিদ্যালয়গুলোর রেক্টরদের ঠিকানায় চিঠিগুলো পাঠানো হয়। গ্রিসের পুলিশ এ কথা জানিয়েছে। গ্রিসের পুলিশ জানিয়েছে, কয়েকটি চিঠির ওপর ইংরেজিতে 'ইসলাম সম্পর্কিত' বিষয়ে লিখা ছিল। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রিসের সন্ত্রাসদমন শাখা এ বিষয়ে তদন্ত শুরু করেছে। গ্রিসের ‘দ্য জেনারেল সেক্রেটারিয়েট ফর সিভিল প্রোটেকশন' নামের সংস্থা বলছে, খামের ওপর যে পদার্থ মিলেছে, তা মূলত আঠা বা ছাপার কালি তৈরিতে ব্যবহার করা হয়। বুধবার থেকে চিঠিগুলি আসতে শুরু করেছে। জানা গেছে, বুধবার লেসবস দ্বীপের এজিয়ন বিশ্ববিদ্যালয়ে খামে লেগে থাকা ‘গুঁড়ো পদার্থ’ স্পর্শ করে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন কর্মী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পূর্ববর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন পরবর্তী

তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন

কমেন্ট