ভারত সফরে আ. লীগের প্রতিনিধি দল

ভারত সফরে আ. লীগের প্রতিনিধি দল

বিজেপি'র আমন্ত্রণে ভারত সফরে গেলো আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল। ভারতীয় জনতা পার্টি-বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে তিন দিনের সফরে নয়াদিল্লি গেলো আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার সকাল ১০টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রতিনিধি দলের সদস্যরা। দিল্লি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিজেপির কেন্দ্রীয় নেতারা। পরে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রতিনিধি দলটি। আগামীকাল ২৩শে এপ্রিল সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন প্রত্যক্ষ করবেন তারা। বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। রাতে বিজেপির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে নৈশভোজে অংশে নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। আগামী ২৪শে এপ্রিল ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবে প্রতিনিধি দলটি।
বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবে: এরশাদ পূর্ববর্তী

বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবে: এরশাদ

নির্বাচনে জনমত যাচাইয়ে জরিপ পরবর্তী

নির্বাচনে জনমত যাচাইয়ে জরিপ

কমেন্ট