ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট টানা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে আরো চারটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।’ ‘সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন অগ্নিনির্বাপণের কাজ চলছে।’ তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেননি লিমা খানম। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬৫ কিমি যানজট পূর্ববর্তী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬৫ কিমি যানজট

করোনার উপসর্গ নিয়ে ৭ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু পরবর্তী

করোনার উপসর্গ নিয়ে ৭ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

কমেন্ট