'ভিআইপিদের নিরাপত্তা বাড়াতে নতুন আনসার গার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়েছে'

'ভিআইপিদের নিরাপত্তা বাড়াতে নতুন আনসার গার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়েছে'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। সরকারের কর্মতৎপরতায় অর্থনীতি, রাজনীতি, শান্তি-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের এ সাফল্যের বিরাট অংশের অংশীদার। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) সমাপনী কুচকাওয়াজ ও নবগঠিত আনসার গার্ড ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আনসার গার্ড ব্যাটালিয়ন নতুন করে গঠন করার উদ্দেশ্য—আমাদের দেশের ভিআইপিরা সবাই যাতে নিরাপদে থাকে। এ ছাড়া বিদেশি যাঁরা এ দেশে আসেন, তাঁরাও যেন নিরাপদে থাকেন। এ ছাড়া কূটনীতিবিদ, কূটনৈতিক জোনসহ সবাই যেন প্রটেকটেড থাকে, সে জন্য এ ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে।’ এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (আনসার ও সীমান্ত) জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব শায়েদ আলী, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
জাটকা সংরক্ষণে কাল থেকে দুই মাসের জন্য মাছ ধরা বন্ধ পূর্ববর্তী

জাটকা সংরক্ষণে কাল থেকে দুই মাসের জন্য মাছ ধরা বন্ধ

মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে,নবনির্বাচিত মেয়রদের প্রধানমন্ত্রী হুশিয়াঁরি পরবর্তী

মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে,নবনির্বাচিত মেয়রদের প্রধানমন্ত্রী হুশিয়াঁরি

কমেন্ট