ভেরিফিকেশন ছাড়া চলবে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টা-টুইটার

ভেরিফিকেশন ছাড়া চলবে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টা-টুইটার

ভুয়া খবর এবং ক্ষতিকারক কনটেন্ট প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারত সরকারে। নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটকে অ্যাকাউন্ট আইডেন্টিটি ভেরিফিকেশন যুক্ত হতে চলেছে। পার্সোনাল ডাটা প্রোটেকশন বিলের একটি খসড়া প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ভেরিফিকেশন চালু করার আদেশ সংযুক্ত রয়েছে। এই ভেরিফিকেশন বায়োমেট্রিক অথবা শারীরিক আইডেন্টিফিকেশন হতে হবে যা বাকিদের কাছে দেখা যাবে। তবে এই ভেরিফিকেশন সিস্টেমটি বর্তমানে চালু থাকা ভেরিফিকেশন সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা হবে। সিকিউরিটি চেক ইউজার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেই নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্বারাই তৈরি করা হতে হবে। তবে কবে নাগাদ এই নিয়ম চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে পূর্ববর্তী

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে

আর উইন্ডোজ ৭ এর দেখভাল করবে না মাইক্রোসফট পরবর্তী

আর উইন্ডোজ ৭ এর দেখভাল করবে না মাইক্রোসফট

কমেন্ট