ভৈরবে ৮৬ ক্যান বিয়ারসহ তিনজন আটক

ভৈরবে ৮৬ ক্যান বিয়ারসহ তিনজন আটক

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার দুই ভাইসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানের বিষয়টি টের পেয়ে সবুজ মিয়া নামের অপর একজন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৮৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। র‌্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা করেছে। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এডি চন্দন দেবনাথ এই তথ্য জানিয়েছেন। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাবের একটি আভিযানিক দল গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ভৈরব শহরের কমলপুর (পূর্বপাড়া) এলাকার ফয়সল আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৮৬ ক্যান বিয়ারসহ ফয়সল আলম (২৮) ও তাঁর বড় ভাই পরিবহন নেতা শাহাদাৎ হোসেন (৩৭) এবং আমলাপাড়া এলাকার দ্বীন ইসলামকে (২৩) আটক করা হয়। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কমলপুর (পূর্বপাড়া) এলাকার সবুজ মিয়া (২৮) কৌশলে পালিয়ে যায় বলে জানায় র‌্যাব। আটক ফয়সল ও শাহাদাৎ ভৈরব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদের ভাই বলে জানিয়েছে এলাকাবাসী। তারা জানায়, ভাইয়ের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কামালের ভাইয়েরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
কোম্পানীগঞ্জ থানার ওসিকে কারাগারে পাঠালেন আদালত পূর্ববর্তী

কোম্পানীগঞ্জ থানার ওসিকে কারাগারে পাঠালেন আদালত

চিত্রনায়িকা সাদিয়া আফরিন রিমান্ডে পরবর্তী

চিত্রনায়িকা সাদিয়া আফরিন রিমান্ডে

কমেন্ট