ভোটের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট : আবদুল খালেক

ভোটের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট : আবদুল খালেক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক বলেছেন, ভোটের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। এ নিয়ে কোনো শঙ্কা নেই। যে কোনো ফল মেনে নেব। তবে বিজয়ের বিষয়ে আমি আশাবাদী। আজ মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে তিনি একথা বলেন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন তালুকদার আবদুল খালেক। এর আগে আজ সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হচ্ছেন তাদের নবম নগরপিতা নির্বাচনের জন্য। নির্বাচনকে ঘিরে নগরবাসীর মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকক্ষ এক হাজার ১৭৮টি। ভোটকেন্দ্র ও ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন চার হাজার ৯৭২ জন কর্মকর্তা।
খালেদার জামিন বিষয়ে শুনানি শেষ, কাল রায় পূর্ববর্তী

খালেদার জামিন বিষয়ে শুনানি শেষ, কাল রায়

খালেদার জামিন নিয়ে ফের শুনানি দুপুরে পরবর্তী

খালেদার জামিন নিয়ে ফের শুনানি দুপুরে

কমেন্ট