ভয়াল বিমান দুর্ঘটনায় বেঁচে আছেন যারা

ভয়াল বিমান দুর্ঘটনায় বেঁচে আছেন যারা

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র। ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৯ জন জীবিত আছেন জানিয়ে একটি লিস্ট প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। জীবিত উদ্ধার ১৯ যাত্রী হলেন- ইমরানা কবির হাসি, পিঞ্চি ধামী, সামিনা বয়ানজাংকার, কবির হোসেন, মেহেদী হাসান, রেজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সৈয়দা কামরুন্নাহার, শাহরিন নাহার, মো. শাহীন বেপারী, কিশোর ত্রিপাঠী, হরি প্রসাদ সবেদী, ডায়ারান তাম্রাকার, কেশাব পান্ডে, বসন্ত বহুরা, আশিষ সঞ্জিত, বিনোদ রাজ পাডিয়াল, দিনেশ হুমাগেইন, রেজাউল হক ও সোনম শাক্য।
নিজের নামের অর্কিড উন্মোচন করলেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

নিজের নামের অর্কিড উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বিধ্বস্ত বিমানের পাইলট আবেদের মৃত্যু পরবর্তী

বিধ্বস্ত বিমানের পাইলট আবেদের মৃত্যু

কমেন্ট