মসজিদে নামাজ পড়তে বলায় বৃদ্ধকে লাথি, পরে মৃত্যু

মসজিদে নামাজ পড়তে বলায় বৃদ্ধকে লাথি, পরে মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় প্রতিবেশী যুবকের লাথিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম ওমর আলী ভূঁইয়া (৭০)। আজ রোববার ভোর ৪টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর আলী ভূঁইয়া মারা যান। ওমর আলী টুঙ্গিপাড়ার চর গওহরডাঙ্গা গ্রামের মৃত সাত্তার আলী ভূইয়ার ছেলে। ওমর আলীর প্রতিবেশী মাহবুব হোসেন জানান, গত ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশী পান ব্যবসায়ী আলাউদ্দিন সিকদারকে মসজিদে গিয়ে নামাজ পড়ার আহ্বান জানান ওমর আলী। আলাউদ্দিন নামাজে যেতে রাজি না হয়ে ওমর আলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আলাউদ্দিনের ঘাড়ে হাত দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওমর আলীর অণ্ডকোষে লাথি মারেন। এতে ওমর আলী আহত হন। ওইদিন রাতেই ওমর আলীকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরের দিন শনিবার তাঁর অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে আলাউদ্দিন পলাতক রয়েছেন। গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২ পূর্ববর্তী

জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

মাগুরায় একজনের গলা কাটা মরদেহ উদ্ধার পরবর্তী

মাগুরায় একজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কমেন্ট