মসজিদে বিস্ফোরণে আরেক মুসল্লির মৃত্যু, সংখ্যা বেড়ে ৩২

মসজিদে বিস্ফোরণে আরেক মুসল্লির মৃত্যু, সংখ্যা বেড়ে ৩২

নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও শিশুসহ মোট ৩২ জনের মৃত্যু হলো। এ ঘটনায় চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার ভোরে সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে জমা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। এরপর ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে একে একে ৩২ জনের মৃত্যু হলো।
মায়ের ৫ বছর পর একই তারিখে মেয়েরও রহস্যজনক মৃত্যু! পূর্ববর্তী

মায়ের ৫ বছর পর একই তারিখে মেয়েরও রহস্যজনক মৃত্যু!

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখনো বন্ধ, দুর্ভোগে শ্রমিক ও যাত্রীরা পরবর্তী

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখনো বন্ধ, দুর্ভোগে শ্রমিক ও যাত্রীরা

কমেন্ট