মসজিদে বিস্ফোরণে তিতাস, ডিপিডিসি, মসজিদ কমিটি দায়ী করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

মসজিদে বিস্ফোরণে তিতাস, ডিপিডিসি, মসজিদ কমিটি দায়ী করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক জসিম উদ্দিনের হাতে তদন্ত কমিটির পাঁচ সদস্য উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরা ববি, অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মোশারফ হোসেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম মোরশেদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মফিজুল ইসলাম। পরে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, জেলা প্রশাসনের তদন্ত কমিটি ১০ কার্যদিবসে তিতাস গ্যাস, ডিপিডিসি, মসজিদ কমিটিসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট তৈরি করে জমা দিয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট ও তাদের দেওয়া সুপারিশ বিবেচনায় নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা প্রশাসক আরো বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এতে তিতাস গ্যাসের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে মসজিদের ভেতরে জমেছে। সেই জমা গ্যাস ও বিদ্যুতের স্পার্ক থেকে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩৭ জন আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়। এ ছাড়া মসজিদ কমিটির গাফিলতি ছিল, তা তদন্তে উঠে এসেছে।’ এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরা ববি বলেন, ‘তদন্তে তিতাস গ্যাসের লিকেজ, বিদ্যুৎ বিভাগের ত্রুটি, মসজিদ কমিটির গাফিলতি রয়েছে। রাজউক এবং মসজিদের সামনের রাস্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গাফিলতি রয়েছে- তা তদন্তে উঠে এসেছে। তবে তদন্তে বিস্ফোরণের জন্য এককভাবে কাউকে দায়ী করা হয়নি।’ তদন্ত কমিটি এসব রোধে মোট ১৮টি সুপারিশ করেছে বলে জানান খাদিজা তাহেরা ববি। এর মধ্যে রয়েছে মসজিদ নির্মাণের আগে স্থপতি দিয়ে মসজিদের ডিজাইন করানো, গ্যাস ও বিদ্যুতের লাইনের ম্যাপ সরকারি প্রতিষ্ঠানে রাখা ইত্যাদি। গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় অর্ধশতাধিক মুসল্লি। তাদের মধ্যে গুরুতর আহত ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা (আঞ্চলিক বিক্রয়) অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তাঁরা হলেন- ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মো. হানিফ মিয়া ও মো. ইসমাইল প্রধান।
হত্যা মামলার আসামির রহস্যজনক মৃত্যু পূর্ববর্তী

হত্যা মামলার আসামির রহস্যজনক মৃত্যু

বিরল সীমান্ত থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার পরবর্তী

বিরল সীমান্ত থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কমেন্ট