মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় সুয়ারেজ

মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় সুয়ারেজ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন লু্ইস সুয়ারেজ। একাধিক সুযোগ ‍সৃষ্টি করেও গোলের স্বাদ পাননি বার্সেলোনার এই ফরোয়ার্ড। মিসরের সঙ্গে জিততে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে উরুগুয়েকে। আজ উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৫ গোল হজম করে সৌদি আরব এখন অনেকটাই এলোমেলো। স্বাভাবিকভাবেই এ ম্যাচে ফেভারিট উরুগুয়ে। প্রত্যাশিত জয় পেলে শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে উরুগুয়ের। এদিকে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান লুইস সুয়ারেজ। এ ম্যাচ নিয়ে নতুন একটি মাইলফলকও ছুঁতে যাচ্ছেন। সৌদির বিপক্ষে ম্যাচটি হবে তার ক্যারিয়ারে শততম আন্তর্জাতিক ম্যাচ। তাই জয় দিয়েই মাঠ ছাড়ার প্রত্যয় এ ফরোয়ার্ডের। উরুগুয়ে ও সৌদি আরবের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রসঙ্গত, সুয়ারেজ ৯৯ আন্তর্জাতিক ম্যাচ খেলে উরুগুয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেই আছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে গোল পেয়েছেন ৫১টি। যার মধ্যে পাঁচটি করেছেন বিশ্বকাপে। উরুগুয়ে ও সৌদি আরব এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে। সৌদি আরব জিতেছে ১টি এবং অবিশিষ্ট ম্যাচটি ড্র হয়েছে। তবে বর্তমান পারফরম্যান্স এবং প্রেক্ষাপট ভিন্ন। র‌্যাঙ্কিংয়ে উরুগুয়ে ১৪ নম্বরে, সৌদি আরব ৬৭ নম্বরে। পাশাপাশি অতীত রেকর্ড দারুণ উরুগুয়ের। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুবার, সৌদি আরব প্রথম রাউন্ডের গন্ডি পার হতে পারেনি এখনও। বিশ্বকাপে আজই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সুয়ারেজ মাইলফলক ছোঁয়া ম্যাচটি রাঙাতে পারেন কিনা সেটাই দেখার।
নিষিদ্ধ হলেন চান্দিমাল, শাস্তি পেতে পারেন হাথুরুসিংহে পূর্ববর্তী

নিষিদ্ধ হলেন চান্দিমাল, শাস্তি পেতে পারেন হাথুরুসিংহে

লাল কার্ডে লজ্জার রেকর্ড! পরবর্তী

লাল কার্ডে লজ্জার রেকর্ড!

কমেন্ট