মাত্র ১৬ বছরে টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের

মাত্র ১৬ বছরে টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের

দ্রুতই খুব কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের। নাম নাসিম শাহ। আগামীকাল বৃহস্পতিবার গ্যাবায় প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আর এ ম্যাচেই মাত্র ১৬ বছর বয়সী নাসিমের অভিষেক হতে পারে। গণমাধ্যমকে এমনটাই জানালেন পাকিস্তান টেস্ট অধিনায়ক আজহার আলি। তিনি বলেন, ১৬ বছর বয়সী পেস বোলার নাসিম শাহকে অভিষেক করানো হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে। পাকিস্তান অধিনায়ক আরো বলেন, ‘আমরা অবশ্যই তাকে খেলানোর চিন্তা করছি। তার বোলিং সত্যিই দুর্দান্ত। আমরা হয়তো আগামীকাল ম্যাচের আগে একাদশ ঘোষণা করব। তবে, সেই একাদশে সে থাকতেছে, এটা নিশ্চিত।’ নাসিম শাহের প্রশংসা করে আজহার আলি বলেন, ‘এত কম বয়সে খুব কম ক্রিকেটারই এমন একটা মানের পর্যায়ে পৌঁছাতে পারে। তবে কিছু ব্যতিক্রম তো থাকেই। তিনি তাদের মধ্যে একজন। আমরা সবাই তার দুর্দান্ত সফল একটি ক্যারিয়ারের অপেক্ষায়। আমি তাকে যখন প্রথম দেখি, তখনই খুব অবাক হয়ে গিয়েছিলাম। বলের ওপর তার নিয়ন্ত্রণ, গতি এবং টেম্পারমেন্টের ওপর তার যে নিয়ন্ত্রণ- তা দেখে যে কারও অবাক হওয়ার কথা।’ এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল ভারতের হরভজন সিংয়ের। ১৯৯৮ সালে ১৭ বছর ২৬৫ দিনে অভিষেক ঘটেছিল এই স্পিনারের।
ফাইনালে বাংলাদেশ পূর্ববর্তী

ফাইনালে বাংলাদেশ

বর্ণবাদের বিরুদ্ধে দুই ডাচ তারকার ব্যতিক্রম প্রতিবাদ পরবর্তী

বর্ণবাদের বিরুদ্ধে দুই ডাচ তারকার ব্যতিক্রম প্রতিবাদ

কমেন্ট