মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নয়জন নিহত

মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নয়জন নিহত

মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, মাগুরা ও সাতক্ষীরায় নয়জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য। পুলিশের দাবি নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামি সেলিম ওরফে ফেন্সি সেলিম নিহত হয়েছে। ভোর ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাসারী ক্যানেলপাড় বজলুখানের খালি জায়গায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।নিহত সেলিম ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারী বাঘমারা এলাকার আবুল কাশেম ওরফে গাঞ্জা কাশেমের ছেলে। পুলিশের দাবি, সেলিমের বাবা কাশেম ও মা মর্জিনা বেগমও মাদক বিক্রির সঙ্গে জড়িত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক বিক্রেতা ও হত্যাসহ ১২ মামলার আসামি আমির খাঁ নিহত হয়েছে। গেল রাত ২টার দিকে ধরখার ইউনিয়নের বনগজ স্টিল ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার মোড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১টি পাইপগান, ১টি কাতুর্জ, ১টি রামদা এবং ১০ কেজি গাঁজাসহ ৮টি স্কফ সিরাপ। কুমিল্লায় আলাদা ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদেরকে পুলিশ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে। নিহতরা হলেন- বাবুল প্রকাশ ওরফে লম্বা বাবুল ও রাজীব। চৌদ্দগ্রাম উপজেলার বৈদ্দেরখিল গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে বাবুল এবং রাজীব সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িসংলগ্ন চাঙ্গিনী গ্রামের মৃত শাহ আলমের ছেলে। ফেনীতে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে বলে পুলিশ দাবি করলেও স্বজনদের বলছেন, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের জামমুরায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী শামীম ও মঞ্জু মিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মাগুরায় গেল রাতে হাউজিং প্রজেক্টে দু’দল মাদক ব্যবসায়ীর টাকা ভাগাভাগিন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছে, নিহতরা মাগুরার পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের মাদক ব্যবসায়ী আয়ুব হোসেন ও ভায়না গ্রামের মিজানুর রহমান কালু। এদের বিরুদ্ধে থানায় ২০টিরও বেশি মাদকের মামলা রয়েছে। এদিকে, সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এক বস্তা ফেনসিডিল, একটি দেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলির খোসা। ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাম শুটিং ইউনিট, কাজ ‘ইয়াবার ব্যবসা’ পূর্ববর্তী

নাম শুটিং ইউনিট, কাজ ‘ইয়াবার ব্যবসা’

লালমনিরহাটে পুলিশ-মাদক বিক্রেতা বন্দুকযুদ্ধে নিহত ১ পরবর্তী

লালমনিরহাটে পুলিশ-মাদক বিক্রেতা বন্দুকযুদ্ধে নিহত ১

কমেন্ট