মাদক কারবারি এসআই হেলাল ক্লোজড, বিভাগীয় মামলা

মাদক কারবারি এসআই হেলাল ক্লোজড, বিভাগীয় মামলা

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারের সাথে জড়িত কোর্ট পুলিশের এসআই হেলাল উদ্দিন প্রামানিককে পীরগঞ্জ থানা থেকে ক্লোজড করা হয়েছে। সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে (১১টায়) ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই হেলাল উদ্দিন প্রামানিক নওগাঁ জেলার মৃত জগা প্রামানিকের ছেলে ও পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার মৃত বাদল দাসের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আরো জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার একটি কোয়ার্টারে অভিযান চালিয়ে এসআই হেলাল ও পীরগঞ্জ থানার পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) মানিককে ৮ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে জানা গেছে। তিনি আরো জানান, পুলিশ এসআই হেলাল উদ্দিন ও ঝাড়ুদার মানিককে আটকের পর তাদের প্রথমে পীরগঞ্জ থানায় ও পরে সদর থানা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এ ব্যপারে তাদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে।
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর পূর্ববর্তী

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন দুর্ঘটনা, নিহত ৪ পরবর্তী

কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন দুর্ঘটনা, নিহত ৪

কমেন্ট