মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ীদের বিক্ষোভ

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ীদের বিক্ষোভ

পুলিশের চাঁদা দাবি ও ডাকাতির ঘটনায় নিরাপত্তার অভাবে দোকান বন্ধ রেখে মানিকগঞ্জ স্বর্ণ ব্যবসায়ীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ সকালে শহরের স্বর্ণকার পট্টিতে তারা বিক্ষোভ ও মানববন্ধনের মধ্য দিয়ে নিজেদের নিরাপত্তার দাবি করেন। মানববন্ধনে মানিকগঞ্জ স্বর্ণ শিল্প মালিক সমিতির সভাপতি আতাউর রহমান তোতা অভিযোগ করে বলেন, গত ৯ নভেম্বর এনএসআইয়ের (গোয়েন্দা শাখা) সহকারী পরিচালক আসিব মনোয়ার আমাকে এবং সমিতি সাধারণ সম্পাদক রঘু নাথ রায়কে মানিকগঞ্জ সদর সার্কেলের এএসপি আব্দুল আওয়ালের অফিসে ডেকে নেয়। এ সময় আসিব মনোয়ার ও আব্দুল আওয়াল নানা ভয়-ভীতি প্রদর্শন করে ২ কোটি টাকার চাঁদা দাবি করে। এতো টাকা দেয়ার অক্ষমতা প্রকাশ করলে আসিফ ৭০ লক্ষ টাকা চাঁদার দাবিতে অনড় থাকে। চাঁদার বিষয়ে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা আলাপ আলোচনা করি। কিভাবে এর সঠিক সমাধান করা যায়। এদিকে গত ১৫ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শহরের স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ফিল্মি কায়দায় প্রায় ৭ শত ভরি স্বর্ণ নিয়ে একটি মাইক্রোবাসযোগে পালিয়ে য়ায়। এ সময় আতঙ্ক সৃষ্ঠি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তৎপর হলে সাটুরিয়া উপজেলা থেকে ঐ রাতেই পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর মেরাদিয়া গ্রামের আঃ রহিম মোল্লার ছেলে ডাকাত মোঃ সোহেল মোল্লাকে গ্রেফতার করে। তার স্বিকারোক্তিতে পরে আরও ২ ডাকাতকে গ্রেফকার করে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল, গুলি, কিছু স্বর্ণ, মাইক্রোবাস ও অবিস্ফোরিত ককটেল। এ সময় ডাকাতদের ছোড়া ককটেল ও গুলিতে ৪ পুলিশও আহত হয়। চাঁদার ঘটনার কুলকিনারা না হতেই ডাকাতির ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা একেবাবে হতাশ হয়ে পরে। পরপর এ দুটি ঘটনায় মানিকগঞ্জের স্বর্ণ ব্যবসাযীরা আতংকিত হয়ে পড়ে। তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আজ সকালে বিক্ষোভ ও মানববন্ধন করে এবং চাঁদাবাজসহ ডাকাতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানায়। এদিকে টানা কয়েকদিন দোকান বন্ধ থাকার কারণে মহা বিপাকে পড়েছে ক্রেতারা। মানিকগঞ্জ পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান জানান, যাদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ এসেছে তাদের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
যশোরে পিটিয়ে ইউপি সদস্যের হাত-পা ভাঙলো সন্ত্রাসীরা পূর্ববর্তী

যশোরে পিটিয়ে ইউপি সদস্যের হাত-পা ভাঙলো সন্ত্রাসীরা

অনৈতিক কাজে জড়াচ্ছে রোহিঙ্গা তরুণীরা পরবর্তী

অনৈতিক কাজে জড়াচ্ছে রোহিঙ্গা তরুণীরা

কমেন্ট