মামলা তুলে না নেয়ায় স্ত্রীকে খুন

মামলা তুলে না নেয়ায় স্ত্রীকে খুন

কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে জোছনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হন তার ছোট ভাইয়ের স্ত্রী জোছনা (২৬)। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোছনা বেগম পূর্ব ভরাটি গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে। পুলিশ জানায়, গৃহবধূ জোছনার স্বামী চাঁন মিয়া একজন জুয়াড়ি। বছর খানেক আগে পারিবারিক বিরোধের জের ধরে চাঁন মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে তিনি স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর থেকে জোছনা বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। ওই মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি দিয়ে আসছিল চাঁন মিয়া। রোববার সন্ধ্যার দিকে ভরাটি গ্রামে জোছনা ও তার ভাইয়ের স্ত্রীকে রাস্তার পাশে পেয়ে তাদের ওপর হামলা করে চাঁন মিয়া। এ সময় ছুরিকাঘাতে আহত হয়ে ঘটনাস্থলে নিহত হন জোছনা বেগম। তার ছোট ভাইয়ের স্ত্রী জোছনাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ক্যাসিনোবিরোধী অভিযানে এনামুল-রুপনের বাড়িতে মিলল ৫ সিন্দুকভর্তি টাকা পূর্ববর্তী

ক্যাসিনোবিরোধী অভিযানে এনামুল-রুপনের বাড়িতে মিলল ৫ সিন্দুকভর্তি টাকা

পাপিয়ার বাসায় ৫৮ লাখ টাকা, অস্ত্র উদ্ধার পরবর্তী

পাপিয়ার বাসায় ৫৮ লাখ টাকা, অস্ত্র উদ্ধার

কমেন্ট