মারা গেছেন শ্রীদেবী

মারা গেছেন শ্রীদেবী

মাত্র ৫৪ বছর বয়সেই মারা গেলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। শনিবার রাতে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। প্রিয়াংকা চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, রীতেশ দেশমুখ, জেরিন খান, প্রীতি তিনতা, জাভেদ জাফরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সুস্মিতা সেনসহ আরও অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷ শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বলিউডের এই তারকা। সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট-এ মৃত্যু হয়েছে তার। শ্রীদেবীর মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে জানিয়েছেন তার স্বামীর ছোট ভাই সঞ্জয় কাপুর। মৃত্যুর সময় এই নায়িকার পাশে ছিলেন তার স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি কাপুর। ১৯৬৭ শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তারপর বর্ণিল ক্যারিয়ারে বলিউড, তামিল, তেলেগু, মালয়ালাম, এবং কন্নড় ভাষার মোট ২৭৫ টি সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী। ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি।
'কৃষ্ণকলি' নন্দিতা পূর্ববর্তী

'কৃষ্ণকলি' নন্দিতা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জয়ার নাচ! পরবর্তী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জয়ার নাচ!

কমেন্ট