মার্কিন ঘাঁটি স্থানান্তরের প্রতিবাদে ৭০ হাজার জাপানির বিক্ষোভ

মার্কিন ঘাঁটি স্থানান্তরের প্রতিবাদে ৭০ হাজার জাপানির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মারিন কর্পস এয়ার স্টেশন ফুতেনমা ঘাঁটিটি জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়া’র রাজধানী নাহা’য় স্থানান্তরের প্রতিবাদে সেখানে সমাবেশ করেছে ৭০ হাজার বিক্ষোভকারী। শনিবার নাহা’র একটি পার্কে জড়ো হয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন। জানা যায়, মার্কিন ঘাঁটিটি ওকিনাওয়া’র রাজধানী নাহা’য় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে জাপান সরকারের। কিন্তু স্থানীয়রা এই ঘাঁটি স্থানান্তরের বিরোধী। তাদের ভাষ্যমতে, ঘাঁটিটি নাহা’য় স্থানান্তর করা পরিবেশের জন্যই ক্ষতিকর হবে। পাশাপাশি এতে স্থানীয়দের ইচ্ছাও অগ্রাহ্য করা হবে। স্থানীয়দের ইচ্ছা, ঘাঁটিটি পুরো ওকিনাওয়া দ্বীপ থেকেই সরিয়ে নেওয়া হোক। এদিন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও ভারী বর্ষণের মধ্যে তারা তাদের বিক্ষোভ সমাবেশ চালিয়ে যান। বিক্ষোভ সমাবেশের পাশাপাশি, বৃহস্পতিবার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওকিনাওয়ার গভর্নর, তাকেশি ওনাগার জন্য কয়েক মূহুর্ত নীরবতাও পালন করেন তারা।
ভারতের সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি আর নেই পূর্ববর্তী

ভারতের সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি আর নেই

কমছে পানি, বেরিয়ে আসছে অস্ত্র-শস্ত্র! পরবর্তী

কমছে পানি, বেরিয়ে আসছে অস্ত্র-শস্ত্র!

কমেন্ট