মালয়েশিয়াগামী ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার

মালয়েশিয়াগামী ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো হওয়া ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার এ তথ্য জানান। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৫ জন নারী, ৪ জন মেয়ে শিশু ও ৪ জন ছেলে শিশু রয়েছে বলে জানান ওসি। ওসি বলেন, মঙ্গলবার রাতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছুসংখ্যক লোকজনকে জড়ো করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন ছটকে পড়লেও ৩৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি সক্রিয় হয়ে ওঠা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে এসে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করছিল। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের থানায় রাখা হয়েছে। এসব রোহিঙ্গাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে বলেও ওসি জানান।
রাঙ্গামাটিতে জোড়া খুনের দায়ে ২ চেয়ারম্যান কারাগারে পূর্ববর্তী

রাঙ্গামাটিতে জোড়া খুনের দায়ে ২ চেয়ারম্যান কারাগারে

নিজ ঘরে মা-শিশুর রহস্যজনক মৃত্যু পরবর্তী

নিজ ঘরে মা-শিশুর রহস্যজনক মৃত্যু

কমেন্ট