'মা বিদেশিনী', তাই প্রধানমন্ত্রী হতে পারবেন না রাহুল!

'মা বিদেশিনী', তাই প্রধানমন্ত্রী হতে পারবেন না রাহুল!

ভারতে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বহুজান সমাজবাদি পার্টি(বিএসপি)-র প্রেসিডেন্ট মায়াবতীই হবেন সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। গতকাল সোমবার বিএসপি-র পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। দলটি বলেছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা পূরণ হবে না, কেননা 'তাঁর মা বিদেশিনী'। লোকসভা নির্বাচনকে ঘিরে বিএসপি-র নীতি-নির্ধারণী এক সম্মেলনে গতকাল সোমবার এ মন্তব্য করা হয়েছে।বিএসপি-র ন্যাশনাল কো-অর্ডিনেটর বীর শিং এবং জয় প্রকাশ ওই মন্তব্য করেছেন। তারা বলেছেন, মায়াবতীর জন্য ভারতের প্রধানমন্ত্রী হওয়া এটাই প্রকৃষ্ট সময়। এবং তিনিই একমাত্র যোগ্য প্রার্থী যিনি নরেন্দ্র মোদীর স্থলাভিষিক্ত হওয়ার যোগ্যতা রাখেন।
পুতিনের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে তোপের মুখে ট্রাম্প পূর্ববর্তী

পুতিনের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে তোপের মুখে ট্রাম্প

পাকিস্তানকে সাবমেরিন দিচ্ছে চীন, সতর্ক ভারত পরবর্তী

পাকিস্তানকে সাবমেরিন দিচ্ছে চীন, সতর্ক ভারত

কমেন্ট