মিউজিকে বেঁচে যায় ২ হাজার তিমির প্রাণ!

মিউজিকে বেঁচে যায় ২ হাজার তিমির প্রাণ!

ক্লাসিকাল মিউজিক বাঁচিয়েছিল প্রায় দুই হাজার বেলুগা তিমির প্রাণ। ১৯৮৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চুকচি পেনিনসুলায় সাগরের বরফের নিচে আটকা পড়েছিল তিন হাজার তিমি, এর মধ্যে প্রাণ বাঁচে ২ হাজার। বেলুগা অপারেশন নামের এক অভিযানের মাধ্যমে রক্ষা করেছিল তাদের প্রাণ। ১৯৮৪ সালের ডিসেম্বর। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চুকচি পেনিনসুলায় ঠান্ডায় সমুদ্রের বরফ হয়ে যাওয়া পানির নিচে আটকা পড়ে প্রায় তিন হাজার বেলুগা তিমি। খবর পেয়ে রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল মাকারভ তিমিগুলো উদ্ধারে একটি বিশেষ জাহাজ পাঠায় যেটি বরফ ভাঙতে সক্ষম। জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে বরফ ভেঙে তিমিগুলোকে চলে যাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু নাবিক এবং নৌ সেনাদের অবাক করে দিয়ে বেলুগা তিমিগুলো স্থান ত্যাগ করল না। অনেকটা হতাশ হলেন অভিযানে অংশ নেওয়া জাহাজটির ক্রু এবং নাবিকরা। এমন সময় ক্যাপ্টেনের নির্দেশে জাহাটিতে ক্লাসিক্যাল মিউজিক বাজানো হয়। ধীরে ধীরে নড়াচড়া শুরু করে তিমিগুলো। একসময় বরফ থেকে পানিতে প্রবেশ করে তারা। এভাবেই প্রাণে বেঁচে যায় প্রায় দুই হাজার বেলুগা তিমি। এরপর থেকেই ওই অভিযানটি বেলুগা অপারেশন নামে পরিচিতি পায়।
‘ছোট’ জামাকাপড় পরায় তরুণীকে বিমানে উঠতে বাধা! পূর্ববর্তী

‘ছোট’ জামাকাপড় পরায় তরুণীকে বিমানে উঠতে বাধা!

যেভাবে কাজ করবে করোনা ‘ধ্বংসকারী’ নাকের স্প্রে পরবর্তী

যেভাবে কাজ করবে করোনা ‘ধ্বংসকারী’ নাকের স্প্রে

কমেন্ট