মিছিলে হামলার আগে রেকি করে জঙ্গিরা

মিছিলে হামলার আগে রেকি করে জঙ্গিরা

২০১৫ সালের ২৩ অক্টোবর আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির পূর্বে পুরান ঢাকার ঐহিত‌্যবাহি হোসেনি দালানে হামলা চালায় জেএমবি। হামলায় দুইজন নিহত হয়। ওই হামলার আগে জঙ্গিরা ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করে হামলার চূড়ান্ত পরিকল্পনা করে। মামলাটি তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ায় প্রক্রিয়া চলছে। কারা, কি কারণে, কিভাবে হামলার পরিকল্পনা করে তার সব কিছু বেরিয়ে এসেছে গোয়েন্দা পুলিশের তদন্তে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘তাজিয়া মিছিলে বোমা হামলার উদ্দেশ‌্য ছিল মূলত ধর্মীয় বিদ্বেষ সৃস্টি করা। এতে রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এক শ্রেণি ফায়দা লুটার জন‌্য এ কাজে জঙ্গিদের ব্যবহার করে। এর বাইরে আপাতত কোন মন্তব‌্য করা ঠিক হবে না। কেননা মামলাটির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা পড়েছে।’ পুরান ঢাকায় মোঘল আমলে ১৭শ শতকে প্রতিষ্ঠিত হয় হোসেনি দালান। এটি শিয়া সম্প্রদায়ের একটি উপাসনালয় ও কবরস্থান। ইমারতটি হযরত মুহাম্মদ (স.) –এর পৌত্র ঈমাম হোসেনের কারবালা প্রান্তরে মৃত‌্যুবরণ স্মরণে নির্মিত। প্রতিবছর আশুরায় ইমামবাড়ার তাজিয়া মিছিল এখান থেকে শুরু হয়। পুলিশের চার্জশিটে দেখা গেছে, বোমা হামলার ১২ দিন আগে জঙ্গিরা বৈঠকে মিলিত হয়। হামলার আগে ২০১৫ সালের ১৬ অক্টোবর আসামি মাসুদ, রুবেল, আশিক, হিরণ ও সোলায়মান ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করে। পরে তারা অন্য জঙ্গিদের সঙ্গে নিয়ে হামলার পরিকল্পনা চূড়ান্ত করে। আসামি আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা, আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল ছিলেন হামলার অন্যতম পরিকল্পনাকারী। এই তিনজনই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মাসুদ রানাও পরিকল্পনায় অংশ নেয়। পরিকল্পনা অনুযায়ী জঙ্গিরা হোসেনি দালানের কাছাকাছি ঘর ভাড়া করে। জেএমবির মোট ১৩ জন জঙ্গি এ ঘটনায় জড়িত ছিল। এদের মধ‌্যে জঙ্গি চাঁন মিয়া, মানিক, শাহজালাল, কবীর হোসেন ও সুমন প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয়। অন্যরা পরোক্ষভাবে সহযোগিতা করে। মামলার তদন্ত কর্মকর্তা ও (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘প্রথমে মামলাটি তদন্ত করতে বেশ বেগ পেতে হয়। তবে ওই সময় সন্দেহভাজন বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রাথমিক তথ্য দেয়। পরে বেরিয়ে আসে জঙ্গিরাই মূলত এ হামলা করে।’ উল্লেখ্য, ২০১৫ সালে ইমামবাড়ায় তাজিয়া মিছিল প্রস্তুতির সময়ে রাত দেড়টার দিকে কবরস্থানের পশ্চিম গেটে তিন দফা বোমা বিস্ফোরণ ঘটে। এসময় সানজু (১৬) নামে এক স্কুলছাত্র এবং জামাল হোসেন (৫০) নামে দুইজন নিহত হন। ওই ঘটনায় আয়াজ নামে এক যুবকের পা কেটে ফেলা হয়। আহত হয় প্রায় শতাধিক মানুষ।
টঙ্গীতে ইয়াবা-ফেনসিডিলসহ বিজিবি সদস্য ও তার স্ত্রী গ্রেপ্তার পূর্ববর্তী

টঙ্গীতে ইয়াবা-ফেনসিডিলসহ বিজিবি সদস্য ও তার স্ত্রী গ্রেপ্তার

ধর্ষিতা শিশু, ধর্ষক কিশোর পরবর্তী

ধর্ষিতা শিশু, ধর্ষক কিশোর

কমেন্ট