‘মিস ইন্ডিয়ার’র মঞ্চে দক্ষিণী সুন্দরীদের জয়

‘মিস ইন্ডিয়ার’র মঞ্চে দক্ষিণী সুন্দরীদের জয়

মিস ইন্ডিয়া ২০১৮-এর খেতাব জিতেছেন তামিলনাড়ুর মেয়ে ১৯ বছর বয়সি অনুকৃতি ভাস। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন হরিয়ানার মীনাক্ষী চৌধুরি। তৃতীয় স্থান অধিকার করেছেন অন্ধ্রপ্রদেশের শ্রেয়া। অর্থাৎ, এবারের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা ৩ সুন্দরীই ভারতের দক্ষিণ অঞ্চলের। দেশের সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার অনুকৃতির জন্য অপেক্ষা করছে মিস ওয়ার্ল্ডের মঞ্চ। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। আর মীনাক্ষী ও শ্রেয়া যথাক্রমে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৮ ও মিস ইউনাইটেড কন্টিনেন্টস ২০১৮-এ অংশ নেবেন। ১৯ জুন, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সেরা সুন্দরী বাছাইয়ের জমকালো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কারিনা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ ও মাধুরী দীক্ষিতের নাচ। বাড়তি আকর্ষণ ছিল শোয়ের দুই সঞ্চালক করণ জোহর ও আয়ুষ্মান খুরানা। অনুষ্ঠানের প্রথম থেকেই নিজের পারফরম্যান্স ও উত্তরে বিচারকদের মন জয় করে নেন অনুকৃতি। প্রায় ৩০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন। এবার বিচারকের আসনে ছিলেন মিস ওয়ার্ল্ড মানশি চিল্লার। ছিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, কে এল রাহুল, অভিনেতা ববি দেওল, কুণাল কাপুর, মালাইকা আরোরার মতো তারকারা। তামিলনাড়ুর সুন্দরী অনুকৃতির মাথায় ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৮’ মুকুট পরিয়ে দেন মানুশি চিল্লার। ছোট থেকেই মডেল হওয়ার ইচ্ছা ছিল অনুকৃতির। এফবিবি কালার্স ফেমিনা মিস তামিলনাড়ু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানে সেরা হয়েই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। হরিয়ানার মেয়ে মানুশি ভারতের দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন। এবার অনুকৃতির মাধ্যমে মিস ওয়ার্ল্ড শিরোপা জয়ের স্বপ্ন দেখা শুরু ভারতের।
সালমান খানের 'ভারত'-এর বিদেশে শুটিং নিয়ে দ্বন্দ্ব পূর্ববর্তী

সালমান খানের 'ভারত'-এর বিদেশে শুটিং নিয়ে দ্বন্দ্ব

সিনিয়ররা মুখ খুললে তবেই প্রকাশ পাবে পরবর্তী

সিনিয়ররা মুখ খুললে তবেই প্রকাশ পাবে

কমেন্ট