মিয়ানমারকে সময় বেঁধে দিলেন আইসিসি

মিয়ানমারকে সময় বেঁধে দিলেন আইসিসি

রোহিঙ্গা বিষয়ে লিখিত জবাব চেয়ে মিয়ানমারকে আগামী ২৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)। গতকাল বৃহস্পতিবার এক রুদ্ধদ্বার বৈঠকের পর প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়। আদালতের প্রকাশিত সিদ্ধান্তে বলা হয়, ‘রোহিঙ্গা নাগরিকদের বিতাড়নের বিষয়টি যেহেতু মিয়ানমারে শুরু হয়েছিল, তাই মিয়ানমারের কাছেই প্রথম পর্যবেক্ষণ চাওয়াটা উচিত বলে মনে করেছে আদালত।’ আদালতের বিচারকেরা মিয়ানমারের কাছে একটি লিখিত বক্তব্য চেয়েছে।এটা গোপনভাবে বা জনসম্মুখেও হতে পারে। বিবৃতিতে আরো জানানো হয়, মিয়ানমারের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শূণ্যরেখার পরিবেশ পরিস্থিতি নিয়েও প্রতিবেদন দিতে বলা হয়। মিয়ানমার যেহেতু আইসিসির সদস্য দেশ নয়, তাই পৃথিবীর প্রথম এই স্থায়ী যুদ্ধাপরাধবিষয়ক আদালতটির মিয়ানমারে ব্যাপারে সরাসরি কোনো অধিকার নেই। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত বছরের শেষ আগস্ট থেকে রোহিঙ্গা মুসলিমদের উপর সেনাবাহিনীর নির্বিচার গণহত্যা, ধর্ষণের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। এরপর মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করার পরেও রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে। এ ছাড়া শূণ্যরেখায় আরো রোহিঙ্গারা অবস্থান করছে।
তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আজ পূর্ববর্তী

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আজ

ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ হলো প্লাস্টিক পরবর্তী

ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ হলো প্লাস্টিক

কমেন্ট