মিয়ানমারে খনিতে ধস, কাদায় তলিয়ে গেলেন ঘুমন্ত ৫৪ শ্রমিক

মিয়ানমারে খনিতে ধস, কাদায় তলিয়ে গেলেন ঘুমন্ত ৫৪ শ্রমিক

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে একটি খনিতে ভূমিধসের পর সৃষ্ট কাদার স্রোতে তলিয়ে গেছেন ঘুমন্ত অন্তত ৫৪ শ্রমিক। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর কাচিন প্রদেশের হপকান্ত শহরের মা উন কালে গ্রামে এ দুর্ঘটনার সময় খনির অন্তত ৪০টি গাড়িও ভেসে যায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন, কাদায় আটকেপড়া লোকজনকে উদ্ধার করা ‘খুবই কঠিন কাজ’। মাত্র তিনজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় আইনপ্রণেতা তিন শোয়ে বিবিসিকে বলেছেন, ‘তাঁদের বেঁচে থাকা অসম্ভব। কারণ, তাঁরা কাদায় তলিয়ে গেছেন।’ ভারত ও চীন সীমান্তের কাছের এই খনিটিতে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার তৎপরতার ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, উদ্ধারকর্মীরা কাজ করছেন। মিয়ানমারের খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা খুবই কম। প্রায়ই সেখানে দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটে।
শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ পূর্ববর্তী

শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯

মূল হোতা ও ৭ হামলাকারীর ছবি প্রকাশ করল আইএস পরবর্তী

মূল হোতা ও ৭ হামলাকারীর ছবি প্রকাশ করল আইএস

কমেন্ট