মুক্তিযুদ্ধের চেতনা সুসংহত করতে কাজ করছে আওয়ামী লীগ : সেতুমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা সুসংহত করতে কাজ করছে আওয়ামী লীগ : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তির সংগ্রামের ৪৬ বছর পার হলেও আমাদের বিজয় এখনো সুসংহত হয়নি। তাই জাতির পিতার দেখানো পথে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সুসংহত করতে কাজ করছে আওয়ামী লীগ। আজ বুধবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার পর মাঝে যে ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, সে সময় বিজয়কে সংহত করার পথে যে শক্তির প্রয়োজন ছিল, সেটি ছিল না। কারণ সে সময় বঙ্গবন্ধুর আদর্শের বিপরীতে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছিল বিভিন্ন অপশক্তি। সে কারণে আমরা পিছিয়ে ছিলাম। আর এখনও দেশবিরোধী নানা চক্রান্ত হচ্ছে। এদিন সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।
ইজতেমায় মাওলানা সাদের অংশ নেওয়াকে ঠেকাতে এয়ারপোর্টে বিক্ষোভ পূর্ববর্তী

ইজতেমায় মাওলানা সাদের অংশ নেওয়াকে ঠেকাতে এয়ারপোর্টে বিক্ষোভ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: মহাকালের সাক্ষী লন্ডন পরবর্তী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: মহাকালের সাক্ষী লন্ডন

কমেন্ট