‘মুম্বাইয়ের টিকেট কিনিনি, পেয়েছি’

‘মুম্বাইয়ের টিকেট কিনিনি, পেয়েছি’

ক্যারিয়ারে ইয়ামি গৌতমের ব্যর্থতার ইতিহাস আছে, তবু দমে যাওয়ার পাত্রী ছিলেন না তিনি। ইয়ামি বলেছেন, যত দিন না তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে, তত দিন তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। ২০১২ সালে ‘ভিকি ডোনর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামির। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। শুধু তাই-ই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল ছবিটি। তবে পরবর্তী ‘বদলাপুর’ ও ‘কাবিল’ ছবি দুটো বক্স অফিসে তেমন ‘হিট’ করতে পারেনি। এই বলিউড সুন্দরী বলেন, ছবি দর্শকপ্রিয়তা না পেলেও তিনি দমে যান না। ভয়ও পান না। কিন্তু তাঁর ভয় অন্য জায়গায়। মিডিয়ার নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। বিব্রতও হয়েছেন কখনো কখনো। ‘যখন কোনো অনুষ্ঠানে উপস্থিত হই, মিডিয়া আমাকে জিজ্ঞেস করে, ওর ছবি ভালো করল, তোমার ছবি করল না; আমি কী বলব? কীভাবে তা সামলাব?’ ‘আমি জানতাম না কী করতে হয় তখন, কীভাবে সামলাতে হয়। আপনাকে এটা গ্রহণ করতেই হবে। আমি কখনই মুম্বাইয়ের টিকেট কিনিনি, এটা অর্জন করেছি। আমি বিশ্বাস করি, এর জন্যই আমি ডাক পেয়েছিলাম আর যত দিন না স্বপ্ন পূরণ হচ্ছে, তত দিন ছাড়ছি না,’ বলেন ইয়ামি। ‘ভিকি ডোনর’ ছবির সাফল্যের পর ইয়ামি হঠাৎ করেই স্পটলাইটে আসেন। কিন্তু এ অভিনেত্রী বলেছেন, ‘নতুন জীবনে খাপ খেতে তাঁর সময় লেগেছে। আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে মানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবাগতর ক্ষেত্রে। আমি কখনই পথ-চলতি স্মার্ট ছিলাম না। নিজেকে কখনো সহজভাবে প্রকাশ করতে পারিনি।’ আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে ইয়ামি গৌতম অভিনীত ‘বাত্তি গুল মিটার চালু’। ছবিটি পরিচালনা করেছেন নারায়ণ সিং। ছবিটি ভারতের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎ চুরির গল্প নিয়ে নির্মিত। ইয়ামি এ ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে রয়েছেন শহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুর। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে ২৯ বছর বয়সী এ অভিনেত্রী খুশি। ‘এর আগে আমি এমন চরিত্রে অভিনয় করিনি। বুঝতে পেরেছি, পর্দার চরিত্রের ওপর অনেক কিছু নির্ভর করে।’ ইয়ামি আরো বলেন, ‘পর্দায় দেখা গুরুত্বপূর্ণ, কিন্তু তা কনটেন্টের ওপর নির্ভর করে। ধৈর্য আমার অন্যতম গুণ। সব সময় অপেক্ষা করি এমন কাজ পেতে, যা আমি করতে চাই।’ এখন ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিটির জন্য কয়েক দিন অপেক্ষা ইয়ামি-ভক্তদের।
আসছে জন আব্রাহামের 'রোমিও আকবর ওয়ালটার' পূর্ববর্তী

আসছে জন আব্রাহামের 'রোমিও আকবর ওয়ালটার'

সপ্তাহে ২০ লাখ পারিশ্রমিক! পরবর্তী

সপ্তাহে ২০ লাখ পারিশ্রমিক!

কমেন্ট