মেক্সিকোতে পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭১

মেক্সিকোতে পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭১

মেক্সিকোতে ভাঙা গ্যাসোলিন পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৭৪ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন হিদালগু রাজ্যের গভর্নর ওমর ফায়াদ। মেক্সিকো শহর থেকে প্রায় ৮০ মাইল উত্তরে ত্লাহুয়েললপ্যান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গভর্নর। এর আগে ওমর ফায়াদ বলেন, ‘আমি অনেক কঠিন সময় পার করছি। জানতে পেরেছি, ২০ জন মারা গেছে, আহত হয়েছে ৫৪ জন। তা ছাড়া আরো অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ।’ এরই মধ্যে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ত্লাহুয়েললপ্যান পরিদর্শন করেন এবং এ ব্যাপারে কমান্ড সেন্টারে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এক টুইট বার্তায় বলেন, ‘তলাহুয়েললপ্যানের এই কঠিন পরিস্থিতির জন্য আমি অনেক দুঃখিত। আমি আগুআস্কালিয়েন্টসে আছি এবং পেমেক্সের পরিচালক ও প্রতিরক্ষা সচিব আমাকে ব্রিফ দিয়েছেন। আমি আগুন নিয়ন্ত্রণে আনার ও আহতদের চিকিৎসার জন্য বলেছি।’ মেক্সিকোর টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাতের আকাশে অগ্নিশিখা জ্বলছে এবং মানুষ চিৎকার করছে। অবৈধ নলের মাধ্যমেই এই বিস্ফোরণ ঘটেছে বলে এক বিবৃতিতে জানায় মেক্সিকোর তেল কোম্পানি পিমেক্স। পিমেক্স আরো জানায়, ওই অঞ্চলের আশপাশে বসবাসকৃত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আফগানিস্তানে গভর্নরের গাড়িবহরে আত্মঘাতী হামলায় নিহত ৮ পূর্ববর্তী

আফগানিস্তানে গভর্নরের গাড়িবহরে আত্মঘাতী হামলায় নিহত ৮

কলকাতায় ভয়াবহ আগুন; ছড়িয়ে পড়েছে আতঙ্ক পরবর্তী

কলকাতায় ভয়াবহ আগুন; ছড়িয়ে পড়েছে আতঙ্ক

কমেন্ট