মেসি-বার্সার নতুন মিশন শুরু

মেসি-বার্সার নতুন মিশন শুরু

শুরু হচ্ছে মেসিদের লা লিগা মিশন। নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১টায়। অন্যদিকে ইতালিয়ান সিরি আয় বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের প্রতিপক্ষ রোমা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। নতুন মৌসুম মাঠে গড়ানোর আগে লিওনেল মেসি আর বার্সেলোনার বিষয়টি ইউরোপিয়ান ফুটবলে ছিলো সবচেয়ে আলোচিত। তবে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বার্সায় থেকে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও সম্প্রতি লুইস সুয়ারেজের বার্সা ছেড়ে যাওয়ার ঘটনাকে ইতিবাচকভাবে নেননি লিওনেল মেসি। গেলো মৌসুমের রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় সাবেক চ্যাম্পিয়নদের। এবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু বার্সেলোনার। অন্যদিকে, প্রতিপক্ষ ভিয়ারিয়াল এরইমধ্যে খেলেছে দুই ম্যাচ। এক জয় ও এক ড্রয়ে স্বস্তিতে রয়েছে তারা। পরিসংখ্যান কিংবা কাগজে কলমে ভিয়ারিয়ালের চেয়ে যোজন যোজন এগিয়ে বার্সেলোনা। পরিসংখ্যানও কথা বলছে কাতালানদের পক্ষেই। দু'দলের ৪৪ বারের দেখায় বার্সার ২৬ জয়ের বিপরীতে ভিয়ারিয়ালের জয় মাত্র ৮টি। তার ওপর সবশেষ দুই দেখায় জয় পাওয়ায় মানসিকভাবে এগিয়ে থাকছে স্প্যানিশ জায়ান্টরা। নতুন মৌসুমের আগেই বার্সায় বেশকিছু পরিবর্তন এসেছে। সুয়ারেজ, ভিদাল,রাকিটিচের পরিবর্তে ন্যু ক্যাম্পে ঠিকানা হয়েছে পিয়ানিচ-ত্রিনকাওদের। সেই সাথে লোনে থাকা কৌতিনহো ফিরেছেন কাতালান শিবিরে। সবমিলিয়ে কোচ হিসেবে লিগের প্রথম অ্যাসাইনমেন্টে জয়ের লক্ষ্য থাকবে রোনাল্ড কোম্যানের। বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘জয় দিয়েই মিশন শুরু করতে চাই আমরা। ফুটবলাররাও সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছে। কৌতিনহো দলে ফিরেছেন। সেই সাথে আক্রমণ ভাগে মেসি -গ্রিজম্যানরা জ্বলে উঠলে ইতিবাচক ফল পাওয়া যাবে। যদিও সুয়ারেজ ভিদালরা ক্লাব ছাড়লেও বুসকেটস-ডি ইয়ংরা শতভাগ প্রস্তুত।’ অন্যদিকে ইতালিয়ান সিরি আয় বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের প্রতিপক্ষ রোমা। মৌসুমের শুরুটা দারুণ হয়েছে তুরিনোর ওল্ড লেডিদের। নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে হারিয়ে মিশন শুরু করে আন্দ্রে পিরলোর শিষ্যরা। দলের ফুটবলাররা রয়েছেন দারুণ ছন্দে। গেলো ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করে সামর্থ্যের জানান দেন ক্রিস্টিয়ানো রোনালদো-রামসরা। এবার ঘরের মাঠে রোমার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধ পরিকর য়্যুভেন্তাস শিবির। পরিসংখ্যান বলছে, দুদলের ৪৩ বারের মুখোমুখিতে জুভিদের ২৫ জয়ের বিপরীতে রোমার জয় মাত্র ৮টি।
আমার একার সিদ্ধান্তে ক্লাব ছাড়েনি সুয়ারেজ : কোম্যান পূর্ববর্তী

আমার একার সিদ্ধান্তে ক্লাব ছাড়েনি সুয়ারেজ : কোম্যান

জয় দিয়ে মৌসুম শুরু ইন্টার মিলানের পরবর্তী

জয় দিয়ে মৌসুম শুরু ইন্টার মিলানের

কমেন্ট