মেয়র তাপস-খোকনের মতপার্থক্য নিরসন হবে, এটা বড় কিছু না : স্থানীয় সরকার মন্ত্রী

মেয়র তাপস-খোকনের মতপার্থক্য নিরসন হবে, এটা বড় কিছু না : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মধ্যে মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাজুল বলেন, সাঈদ খোকন পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। আর এখন আমাদের ব্যারিস্টার ফজলে নূর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব পালনকালীন বা বর্তমানে দায়িত্ব পালন করতে গিয়ে উনাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে। আমার মনে হয়, সেটা সময়ের ব্যবধানে নিরসন হবে। তিনি আরো বলেন, যে সমস্ত মামলা-মোকদ্দমার কথা বলা হচ্ছে, আজকে আমি যেটুকু জানলাম, মামলা হোক এটা তাপস চাননি এবং তিনি মামলাগুলো প্রত্যাহারের কথা বলেছেন। আমার মনে হয় না এটা খুব বড় একটা কনসার্ন ইস্যু। মন্ত্রী বলেন, দল বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। দু’জন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি অথবা মতপার্থক্য হবেই, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। একে খুব বড় করে দেখার মতো কিছু নয়।
জাতীয় সংসদের একাদশ অধিবেশনের প্রথম দিনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি পূর্ববর্তী

জাতীয় সংসদের একাদশ অধিবেশনের প্রথম দিনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

সরকারের বিরুদ্ধে অপপ্রচারে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে: ওবায়দুল কাদের পরবর্তী

সরকারের বিরুদ্ধে অপপ্রচারে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে: ওবায়দুল কাদের

কমেন্ট