মোকাব্বিরকে দেখে হট্টগোল, বিএনপিনেতাদের সভা বর্জন

মোকাব্বিরকে দেখে হট্টগোল, বিএনপিনেতাদের সভা বর্জন

সিলেটে একটি বেসরকারি সংস্থা আয়োজিত একটি সভায় আমন্ত্রিত ছিলেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সভায় একপর্যায়ে এসে প্রবেশ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি সভাস্থলে আসতেই শুরু হয় হট্টগোল। মোকাব্বির খানকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে সভা বর্জন করেন বিএনপিনেতারা। এ সময় মোকাব্বির খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মহিলা দলের নেত্রীরা। কেউ কেউ মোকাব্বিরকে উদ্দেশ করে কটু মন্তব্যও করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা দেখা দেয়। তবে এসব ঘটনা কাল্পনিক বলে মন্তব্য করেছেন মোকাব্বির খান। বৃহস্পতিবার সকালে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া। সম্প্রতি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের আপত্তি উপেক্ষা করেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন সিলেট-২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত সাংসদ মোকাব্বির খান। মোকাব্বির খানের শপথ নেওয়ার পর ক্ষুব্ধ ছিলেন সিলেট বিএনপিনেতারা। শপথের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সিলেটে পেয়েই সেই ক্ষোভ ঝাড়েন বিএনপিনেতারা। বিএনপি নেতাদের আপত্তি ও ক্ষোভ আঁচ করতে পেরে আয়োজকরা মোকাব্বির খানকে বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠানস্থল ত্যাগের অনুরোধ জানান। মোকাব্বির খানও বক্তব্য সংক্ষিপ্ত করে পাঁচ মিনিট পর অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়। ফের অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন বিএনপিনেতারা। বিএনপিনেতাদের মধ্যে ওই অনুষ্ঠানে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। নাসিম হোসাইন বলেন, ‘আমরা জানতাম না ওই অনুষ্ঠানে মোকাব্বির খান আসবেন। তাই মোকাব্বির আসতেই আমরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসি। এ সময় উপস্থিত মহিলা দলের নেত্রীরা কিছু প্রতিক্রিয়া দেখান। পরে মোকাব্বির খান চলে গেলে আমরা আবার অনুষ্ঠানে যোগ দেই।’ এ ব্যাপারে আয়োজক সংগঠন আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক বলেন, ‘আমরা এই আয়োজনে সিলেটের সব সংসদ সদস্যকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্যে কেবল মোকাব্বির খান উপস্থিত হন। তিনি আসায় বিএনপিনেতারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে চলে যান। পরে আমাদের অনুরোধে পাঁচ মিনিট পর মোকাব্বির খান চলে গেলে আবার বিএনপিনেতারা ফিরে আসেন।’ তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা উত্তেজনাকর কিছু ঘটেনি বলে জানান নাজমুল হক। অনুষ্ঠানে অংশ নেওয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, মোকাব্বির খান অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিএনপিনেতারা আপত্তি জানিয়ে বাইরে চলে যান। পরে বক্তব্য দিয়েই মোকাব্বির খান চলে যান। সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, জেলা পরিষদ মিলনায়তনে একটি সেমিনারে তিনি যখন উপস্থিত হন, তখন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল। তাঁকে সাদরে গ্রহণ করা হয়। তিনি মঞ্চে অনেকক্ষণ অবস্থান করেন। পরে তিনি বক্তব্যও দেন। এ সময়ের মধ্যে তিনি বিএনপির কাউকে দেখেননি। তাঁর বক্তব্য শেষে বের হয়ে আসার সময়ও আয়োজকরা তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছেন। মোকাব্বির খান জানান, আয়োজকরা তাঁর উপস্থিতির জন্য অনুষ্ঠানটি বারবার তারিখ পরিবর্তন করেছেন। সেজন্য তিনি প্রশাসনের সঙ্গে সভাসহ বিভিন্ন ব্যস্ততার ফাঁকে এ অনুষ্ঠানে ১০ মিনিটের জন্য যোগ দেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে নিজ আসন সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নে সর্বোচ্চ কাজ করতে চান এবং সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এ ছাড়া সরকার যুক্তিসঙ্গত কারণে ও সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নে সহযোগিতা করবে- এমনটাও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মোকাব্বির খান বলেন, সেমিনারে বক্তব্য শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তিনি মিলিত হন। তাদের সঙ্গে কথাবার্তা শেষে তিনি সেমিনারস্থল থেকে বিদায় নেন। এ সময়ের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গ্যাটকো মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ এপ্রিল পূর্ববর্তী

গ্যাটকো মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ এপ্রিল

২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায় পরবর্তী

২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

কমেন্ট