মোদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মনমোহন

মোদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মনমোহন

গুজরাট নির্বাচনে পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগ এনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পাশাপাশি পাকিস্তানও মোদির ওই বক্তব্যের সমালোচনা করেছে। এ ব্যাপারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, গুজরাটে হেরে যাওয়ার ভয়ে মরিয়া প্রধানমন্ত্রী খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন। আশা করছি প্রধানমন্ত্রী তার পদের যোগ্য পরিণতিবোধ ও গরিমা বজায় রাখবেন। জাতির কাছে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী পদের সম্মান পুনরুদ্ধার করবেন। এ সময় মনমোহন আরও বলেন, নৈশভোজে ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়েই কথা সীমাবদ্ধ ছিল। গুজরাটের প্রসঙ্গই ওঠেনি। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধানের মতো মানুষদের দিকেও কালি ছেটানোর বিপজ্জনক উদাহরণ তৈরি করলেন মোদি। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ ফয়সল বলেন, ভোটের তর্কে পাকিস্তানকে টানা বন্ধ করুক ভারত। চক্রান্তের বানানো অভিযোগও বন্ধ হোক।
চীনকে আরো সতর্ক নজরে রাখছে ভারত! পূর্ববর্তী

চীনকে আরো সতর্ক নজরে রাখছে ভারত!

যুক্তরাষ্ট্রে বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক পরবর্তী

যুক্তরাষ্ট্রে বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক

কমেন্ট