মোদির কঠোর সমালোচনায় অমর্ত্য সেন

মোদির কঠোর সমালোচনায় অমর্ত্য সেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন দেশটির নোবেল বিজয়ী অমর্ত্য সেন। তিনি বলেন, মোদি সরকার ইচ্ছাকৃতভাবে ভারতের বহু-ধর্মীয় ও বহুনৃতাত্ত্বিক পরিচয় নষ্টের চেষ্টা করছে। আমেরিকান ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ন’অমর্ত্য সেন বলেন, আজকের ভারতে যে সংকীর্ণ হিন্দু চিন্তাধারা দৃশ্যমান হয়েছে বাংলাদেশে সেই ধরণের সংকীর্ণ মুসলমান চিন্তাধারা প্রতিফলিত হয়নি। তিনি বলেন, ভারতে যতক্ষণ এটা ইচ্ছাকৃতভাবে এটা নষ্ট করার চেষ্টা না হয়েছে তার আগে পর্যন্ত তাদের জন্যও এটা অনেক বড় ভূমিকা রেখেছে। নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশ এখন বহু ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক বেশি সফল। আমি মনে করি বাংলাদেশের জাতিগত সহাবস্থান অনেক বড় ভূমিকা রেখেছে। গড় আয়ু, নারী স্বাক্ষরতার মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে গেছে।
ইউরোপে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পূর্ববর্তী

ইউরোপে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী পরবর্তী

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

কমেন্ট