মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা

মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা

গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জয়ে উঠেছে ভারতের দুই শীর্ষ রাজনৈতিক দলের কথার লড়াই। এরই জের ধরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়ে বিতর্কিত ট্যুইট করেছিল কংগ্রেসের অনলাইন ম্যাগাজিন 'যুবাদেশ'। তার পাল্টা জবাবে রাহুল গান্ধীর দলকে আক্রমণ করতে গিয়ে আমেদাবাদ পূর্বের বিজেপি সাংসদ পরেশ রাওয়াললের ট্যুইট, ''আপনাদের বার-ওয়ালার চেয়ে অনেক ভাল আমাদের চা-ওয়ালা। '' জি নিউজের খবর, পরেশ রাওয়ালের ট্যুইটকে হাতিয়ার করে আবারও কথার লড়াইয়ে নামে কংগ্রেস। তাদের বক্তব্য, চা-ওয়ালার চেয়েও এটা অত্যন্ত কুরুচিকর ট্যুইট। সমালোচনার মুখে ক্ষমা চেয়ে পরে অবশ্য ট্যুইটটি মুছে দেন পরেশ রাওয়াল। ওদিকে, গোটা দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার পর 'যুবাদেশ'ও তাদের ট্যুইটটি মুছে দিয়েছে। গুজরাট ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় দুই দলের লড়াই জমে উঠেছে। ভার্চুয়াল জগতে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন কর্মীরা। তেমনই মঙ্গলবার একটি মিম ট্যুইট করেছিল যুবাদেশ। যা নিয়ে চারদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে কংগ্রেস। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, ''কংগ্রেসের গরিব বিরোধী ও অভিজাত মানসিকতারই প্রকাশ ঘটেছে এই এতে। ''
এবার গ্রেফতার সৌদির দ্বিতীয় শীর্ষ ধনী পূর্ববর্তী

এবার গ্রেফতার সৌদির দ্বিতীয় শীর্ষ ধনী

বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক যুদ্ধবিমান রুশ 'ব্ল্যাকজ্যাক' পরবর্তী

বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক যুদ্ধবিমান রুশ 'ব্ল্যাকজ্যাক'

কমেন্ট