মৎস্য উৎপাদনে এক নম্বরে যেতে চাই: প্রধানমন্ত্রী

মৎস্য উৎপাদনে এক নম্বরে যেতে চাই: প্রধানমন্ত্রী

রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ আর তিন নম্বর থাকতে চায় না, এক নম্বরে যেতে চাই । এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে বিভিন্নভাবে মৎস্য চাষের আহ্বান জানিয়েছেন তিনি। মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের মোট জনসংখ্যার ১১% বেশি মানুষের জীবিকা প্রত্যক্ষ-পরোক্ষভাবে মৎস্য সম্পদের সঙ্গে সম্পৃক্ত জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩.৬১ শতাংশ প্রাণিজ আমিষের চাহিদা শতকরা ৬০ ভাগ যোগান দেয় মৎস্য খাত। আর গবেষণা ও বহুমুখী উদ্যোগের পর গত ১০ বছরে দেশে মাছের উৎপাদন ৫৮ শতাংশ বেড়ে দেশে মাছের উৎপাদন ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। বিশ্বে মাছ চাষে পঞ্চম অবস্থান এবং অভ্যন্তরীণ মৎস্য আহরণে তৃতীয় অবস্থানে বাংলাদেশ । এ প্রেক্ষাপটে মৎস্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান,মৎস্য খাতের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ করছে সরকার। সমুদ্রের মাছ আহরণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সমুদ্র সম্পদ কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ঘরে ঘরে মাছ উৎপাদন বাড়ানোর তাগিদও দেন তিনি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি বেশি করে মাছ খাওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বাংলাদেশের লক্ষ্য পুষ্টি চাহিদা পূরণ করা। মৎস্য খাতে অবদান রাখার জন্য নয় জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন। শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে মৎস্য সপ্তাহব্যাপী মৎস্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে গণভবন থেকে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য সপ্তাহের পূর্ণাঙ্গ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ’ পূর্ববর্তী

‘রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ’

ওআইসিতে ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা পরবর্তী

ওআইসিতে ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা

কমেন্ট