ময়মনসিংহের ৫ যুদ্ধাপরাধীর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

ময়মনসিংহের ৫ যুদ্ধাপরাধীর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের পাঁচজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ রবিবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান খান। পাঁচ আসামির মধ্যে তিনজন আটক আছেন। তারা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া পশ্চিম বালীগাঁও গ্রামের মো. কিতাব আলী ফকির (৮৫), মো. জনাব আলী (৬৮) এবং মো. আ. কুদ্দুছ (৬২)। এছাড়া অপর দু’জন পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। এদের বিরুদ্ধে ১৯৭১ সালের ৩০ মে থেকে ৯ সেপ্টেম্বর অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও দেশান্তরিত হতে বাধ্য করাসহ মোট দু’টি অভিযোগ আনা হয়েছে। একটি অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর আসামিরা ময়মনসিংহের ধোবাউড়া থানাধীন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সহযোগিতাকারী হিসেবে চিহ্নিত তারাকান্দি গ্রামের শহীদ নূর মোহাম্মদ হোসেন আকন্দের বাড়িতে হামলা চালিয়ে নূর মোহাম্মদসহ তার পরিবারের সদস্যদের হত্যা ও নাতবউকে ধর্ষণের পর হত্যা করে।
স্বাধীনতা পদক পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান পূর্ববর্তী

স্বাধীনতা পদক পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

আগামীকাল ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর পরবর্তী

আগামীকাল ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর

কমেন্ট