ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশসহ নিহত ২

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশসহ নিহত ২

ময়মনসিংহ শহর বাইপাস গোলচত্বরে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম ও আবুল হাশেম। কনস্টেবল সাইফুলের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার বনজুড়া গ্রামে। তিনি গাজীপুর জেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি যাচ্ছিলেন। আর আবুল হাশেম ফুলবাড়ীয়া উপজেলার শুভরিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরো জানান, ঢাকা থেকে আসা একটি ট্রাক গোলচত্বরে যানবাহনের জন্য অপেক্ষমাণ কয়েকজনকে চাপা দেয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই চালক ও তাঁর সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ জব্দ করেছে বলে জানান এসআই। গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘সাইফুল ঈদের ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সকালে শুনলাম তিনি ট্রাকচাপায় নিহত হয়েছেন।’
কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় পূর্ববর্তী

কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

ধর্ষণের দায়ে চাচার যাবজ্জীবন পরবর্তী

ধর্ষণের দায়ে চাচার যাবজ্জীবন

কমেন্ট